Location
নন্দীখোলা- কাচিয়ারা- ঘোনাা-তুষপুর-উত্তর বারগাঁও - পেয়ারীখোলা - দক্ষিণ বারগাঁও
Details
হোনাইরার বিল
মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাও উত্তর ইউনিয়ন এ অবস্তিত এই বিলটি। এই বিলটির আকৃতি অনেকটা বৃত্তের মত। এই বিল হেটে পারি দিতে প্রায় ৪৫-৫৫ মিনিট সময় লেগে যায়। এই বিলটি আলুর জন্য বর্তমানে সবচেয়ে বেশি বিখ্যাত।এই বিলে প্রতি শতক এ প্রায় ৩-৩.৫ মন আলু উৎপাদন হয়।